নোয়াখালী, গাজীপুর ও সাতক্ষীরায় পৃথক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ জন।
নোয়াখালীর মাইজদীতে মোটরসাইকেল-পিকআপ ভ্যানের সংঘর্ষে প্রাণ হারান ২ জন। গুরুতর আহত হন পিকআপ ভ্যানের চালক।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মাইজদী-চৌমুহনী সড়কের উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উমেশ কুমার ভৌমিকের ছেলে অভি দেবনাথ (২৩) ও একই গ্রামের কানু চন্দ্র শীলের ছেলে হৃদয় চন্দ্র শীল (২২)।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম শুক্রবার দুপুরে দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
পুলিশ জানায়, স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভি দেবনাথকে মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহী হৃদয় ও পিকআপ ভ্যানের চালককে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শুক্রবার সকাল ৭টার দিকে হৃদয়কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ওসি তৌহিদুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'দুই যুবকের মাথায় হেলমেট ছিল না। হেলমেট থাকলে হয়তো তারা প্রাণে বেঁচে যেতেন। মোটরসাইকেল ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।'
গাজীপুরের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে ঢাকা–নরসিংদী রেলরুটের টঙ্গী–ভৈরব রেলপথের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওই রেলরুটের আরিখোলা রেল স্টেশন মাস্টার মো. কাইয়ুম মিয়া দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত শিক্ষক কমল খ্রীষ্টফার রোজারিও (৬৫) পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষের বরাত দিয়ে রেল পুলিশ জানায়, প্রতিদিনের মতো আজও ভোরে হাঁটতে বের হন কমল। নলছাটা এলাকায় রেললাইন ধরে হাঁটার ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরার কলারোয়ায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাতুল ইসলাম অপু (৩৬) যশোরের ঝিকরগাছা উপজেলার কৃত্তিপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ. এম. শাহীন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে ঝিকরগাছা থেকে কলারোয়া বাজারে আসার পথে কাজীরহাট বাজার এলাকায় একটি বাস পিছন থেকে অপুর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।