আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যানের 'পদত্যাগ বিতর্ক' নিয়ে কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।
তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের সঙ্গে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানের চুক্তির মেয়াদ গত বছরের ১৯ নভেম্বর শেষ হয়েছে এবং চুক্তি আর নবায়ন করা হয়নি। ফলে পদত্যাগ বা সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না।
আজ সোমবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তাজুল ইসলাম বলেন, ২০২৪ সালের ১৯ নভেম্বর টবি ক্যাডম্যানকে নিয়োগ দেওয়া হয়েছিল।
সরকার চুক্তির মেয়াদ বাড়াবে কি না, জানতে চাইলে তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিলেন টবি ক্যাডম্যান। তবে এই সরকারের মেয়াদ শেষ দিকে, তাই মন্ত্রণালয় চুক্তিটি নবায়ন করেনি।