General
সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।দুপুরে এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানায় জামায়াত।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে মিলিত হবেন।প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল...
NP
Published: January 20, 2026, 08:04 AM
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় বৈঠক করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপিতে এ তথ্য জানায় জামায়াত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে মিলিত হবেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।