Tuesday, Jan 20, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ রোববার সকালে দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খালে ওই ড্রামটি ভাসছিল বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।পুলিশ জানায়, নিহত মো. আলী (৩২) ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে।মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান ওসি।ঘটনাস্থলে যাওয়া থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী বলেন, 'নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড এলাকার খালে...

NP
Published: January 20, 2026, 08:04 AM
সিদ্ধিরগঞ্জে খালে ভাসমান ড্রাম থেকে মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খালে ভাসতে থাকা একটি ড্রামের ভেতর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকালে দক্ষিণ কদমতলীর নয়াপাড়া খালে ওই ড্রামটি ভাসছিল বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক।

পুলিশ জানায়, নিহত মো. আলী (৩২) ভোলার চরফ্যাশনের সাহাবুদ্দিনের ছেলে।

মরদেহের আঙুলের ছাপ নিয়ে প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান ওসি।

ঘটনাস্থলে যাওয়া থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম সিদ্দিকী বলেন, 'নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ড এলাকার খালে ড্রামটিকে ভাসতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে তারা পুলিশে খবর দিলে ড্রামটি তীরে এনে খুলে এর ভেতর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।'

ওসি জানান, নীল রঙের ড্রামটির ভেতর একটি রশি ছিল এবং নিহতের শরীরে আঘাতের বেশকিছু চিহ্ন পাওয়া গেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি বলেন, 'ওই ব্যক্তিকে হত্যার পর রাতের কোনো এক সময় ড্রামের ভেতর মরদেহ ভরে খালে ফেলা হয়েছে বলে ধারণা করছি। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।'