Tuesday, Jan 20, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ২ পোড়া মরদেহ, এ নিয়ে উদ্ধার ৫

ঢাকার সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।এ নিয়ে গত ছয় মাসে ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি লাশ।সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী আজ রোববার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, 'আমরা এখনো মরদেহের পরিচয়, লিঙ্গ কিংবা বয়স শনাক্ত করতে পারিনি। পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।'পুলিশ জানায়, দুপুর ২টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে স...

NP
Published: January 20, 2026, 08:04 AM
সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ২ পোড়া মরদেহ, এ নিয়ে উদ্ধার ৫

ঢাকার সাভারের একটি পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে আগুনে পোড়া অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ নিয়ে গত ছয় মাসে ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি লাশ।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী আজ রোববার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আমরা এখনো মরদেহের পরিচয়, লিঙ্গ কিংবা বয়স শনাক্ত করতে পারিনি। পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।'

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে সাভার পৌর এলাকার পরিত্যক্ত কমিউনিটি সেন্টারটির দ্বিতীয় তলায় আগুনে পোড়া অবস্থায় মরদেহ দুটি দেখতে পায় তারা। 

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. আসাদুজ্জামান ডেইলি স্টারকে বলেন, এর আগেও একই কমিউনিটি সেন্টার থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ একটি মরদেহ উদ্ধারের পর উপজেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।

তিনি আরও বলেন, পরিত্যক্ত অবস্থায় থাকায় ভবনটি অপব্যবহারের সুযোগ তৈরি হচ্ছে। এ কারণে উপজেলা প্রশাসনের কাছে এটি চালুর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। মরদেহগুলোর পরিচয় শনাক্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলছে।

পুলিশের জানিয়েছে, হত্যাকাণ্ডটি আজ ভোরের দিকে সংঘটিত হয়ে থাকতে পারে।

এর আগে গত বছরের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। ওই যুবকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

পরে ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টার থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লার ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেট থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

তবে এসব হত্যাকাণ্ডে নিহতদের কারও পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ভবনটি সংস্কার করে পুনরায় চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।