Tuesday, Jan 20, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

পাথরঘাটায় বিএনপির ২ নেতার ওপর হামলা: জামায়াত নেতা গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতার ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত একটি ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার বজলুর রহমান পাথরঘাটা পৌর জামায়াতের আমির।   অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ বলেন, উপজেলার চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক ও ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সা...

NP
Published: January 20, 2026, 08:04 AM
পাথরঘাটায় বিএনপির ২ নেতার ওপর হামলা: জামায়াত নেতা গ্রেপ্তার

বরগুনার পাথরঘাটায় বিএনপির দুই নেতার ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়কে অবস্থিত একটি ফার্মেসি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পাথরঘাটা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার বজলুর রহমান পাথরঘাটা পৌর জামায়াতের আমির।   

অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদ বলেন, উপজেলার চরদুয়ানী ইউনিয়ন যুবদলের সদস্য সরোয়ার হোসেন ফারুক ও ছয় নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম বেপারীকে কুপিয়ে জখম করাসহ একাধিক মামলায় আসামি হওয়ায় বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৩ জানুয়ারি চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাট চৌরাস্তা এলাকায় জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে সরোয়ার হোসেন ও সেলিম গুরুতর আহত হন। 

এ ঘটনায় সেলিমের স্ত্রী শাহানাজ পারভীন বাদী হয়ে ১৪ জানুয়ারি পাথরঘাটা থানায় ৫৪ জনের বিরুদ্ধে মামলা করেন। বজলুর রহমান ওই মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি।