নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম 'নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের' (এনপিএ) আত্মপ্রকাশ হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন এ প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিক যাত্রার ঘোষণা করে।
সেখানে নতুন এই প্ল্যাটফর্মের তিনজন মুখপাত্র ও ১০১ সদস্যের কেন্দ্রীয় কাউন্সিল ঘোষণা করা হয়। তিন মুখপাত্র হলেন—মঈনুল ইসলাম তুহিন (তুহিন খান), নাজিফা জান্নাত ও ফেরদৌস আরা রুমী।
এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলে রয়েছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক অনিক রায়।
তিনি বলেন, এনপিএ প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে একত্রিত করার জন্য, যারা সামাজিক গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।