Friday, Jan 16, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

মুরাদনগরে পুলিশ ফাঁড়ির লুট হওয়া অস্ত্র উদ্ধার

কুমিল্লা মুরাদনগরে অভিযান চালিয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি সেতুসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।মেজর সাদমান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার হওয়া অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'র‌্যাব জানায়, অভিযানে...

NP
Published: January 16, 2026, 05:07 PM
মুরাদনগরে পুলিশ ফাঁড়ির লুট হওয়া অস্ত্র উদ্ধার

কুমিল্লা মুরাদনগরে অভিযান চালিয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব।

গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের লাজৈর গ্রামের ভূইয়া বাড়ি সেতুসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

র‍্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজর সাদমান বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। উদ্ধার হওয়া অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।'

র‌্যাব জানায়, অভিযানে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল সদৃশ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র দুটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়।

র‍্যাব কমান্ডার আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, 'এই অভিযানে র‍্যাবের গোয়েন্দা দক্ষতা ও দ্রুত পদক্ষেপ আবারও প্রমাণ করল যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের নিরাপত্তা নিশ্চিত করতে সদা প্রস্তুত। স্থানীয়দের মাঝে এই অভিযান স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।'