আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের যোগ্যতার ওপর বিএনপি আস্থা রাখে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এ আস্থার কথা জানান তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা এখন পর্যন্ত দেখেছি ইসি মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গে কাজ করছে। আমাদের সমস্যাগুলো তুলে ধরেছি। আমরা বিশ্বাস করি ইসি যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে।
বিএনপি নেতারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েছেন জানিয়ে তিনি বলেন, একটি গণতান্ত্রিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তুলতে দলটি আগামী দিনে কাজ করবে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সালাহউদ্দিন আহমেদসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।