Friday, Jan 16, 2026 28°C

Concise and comprehensive global coverage.

Bangladesh

হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

শহীদ ওসমান হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মো. ওয়ালিউজ্জামান রুদ্র। নির্ধারিত সময়ের মধ্যে অগ্রগতি না হলে সংগঠনের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

NP
Published: January 16, 2026, 05:07 PM
হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম

শহীদ ওসমান হাদি হত্যার ন্যায়বিচারের দাবিতে ৭ দিনের আল্টিমেটাম দিলেন বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মো. ওয়ালিউজ্জামান রুদ্র।

তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না হলে তিনি নৈতিক দায়িত্ববোধ থেকে বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজের সকল পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হবেন।

রুদ্র আরও বলেন, “শহীদ ওসমান হাদি শুধু একটি দলের নয়, তিনি একজন নির্যাতিত বাংলাদেশি নাগরিক। তাঁর হত্যার বিচার নিশ্চিত না হলে রাজনীতি করার নৈতিক অধিকার আমাদের থাকে না।সেই সাথে জাতীয় পার্টি এবং জাতীয় ছাত্র সমাজের সকলকে ইনকিলাব মঞ্চের পাশে দাঁড়িয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার নির্দেশ দেন।

রুদ্র আরও বলেন, “শহীদ ওসমান হাদি শুধু একটি দলের নয়, তিনি একজন নির্যাতিত বাংলাদেশি নাগরিক। তাঁর হত্যার বিচার নিশ্চিত না হলে রাজনীতি করার নৈতিক অধিকার আমাদের থাকে না।সেই সাথে জাতীয় পার্টি এবং জাতীয় ছাত্র সমাজের সকলকে ইনকিলাব মঞ্চের পাশে দাঁড়িয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামার নির্দেশ দেন।