Friday, Jan 16, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

চট্টগ্রামে খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একই ঘটনায় তার মাকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আবদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে দুপুর পৌনে ১ টার দিকে মা ও মেয়েকে খাল থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার মা চিকিৎসাধীন।পুলিশ জানায়, মৃত শিশুটির নাম রাইশা (৮)। তার...

NP
Published: January 16, 2026, 05:07 PM
চট্টগ্রামে খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি খাল থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। একই ঘটনায় তার মাকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার আনোয়ারা ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. আবদুল্লাহ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে দুপুর পৌনে ১ টার দিকে মা ও মেয়েকে খাল থেকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। তার মা চিকিৎসাধীন।

পুলিশ জানায়, মৃত শিশুটির নাম রাইশা (৮)। তার মায়ের নাম জান্নাতুল ফেরদৌস (৩২)। তারা উপজেলার চাতরী এলাকার বাসিন্দা।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনাইদ চৌধুরী বলেন, প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে জান্নাতুলের পরিবারে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, মা মেয়েকে নিয়ে খালে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

তবে গুরুতর অসুস্থ থাকায় এখনো জান্নাতুলের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি বলে জানান ওসি।

তিনি আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল ফেরদৌসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।