রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে প্রশাসনের তিনজন গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে জারি করা এক গেজেট প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গেজেট অনুযায়ী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদকে বিমানের নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গেজেটে বলা হয়েছে, জনস্বার্থে এসব নিয়োগ দেওয়া হয়েছে এবং তা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে সরকার বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'অন্তর্বর্তী সরকারের মেয়াদের একেবারে শেষ প্রান্তে এসে খলিলুর রহমান, ফয়েজ আহমদ তৈয়্যব ও আখতার আহমদকে বিমানের পরিচালক হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে আমি বিস্মিত হয়েছি।'
তিনি আরও বলেন, 'আমার মতে, অন্তর্বর্তী সরকারের একাধিক এজেন্ডা থাকতে পারে, যার মধ্যে বোয়িংয়ের সঙ্গে সম্পর্ক জোরদার করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই প্রতিষ্ঠান থেকে বিমান নতুন উড়োজাহাজ কিনতে যাচ্ছে।'