Tuesday, Jan 20, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

চট্টগ্রামে অভিযানে গিয়ে দুর্বৃত্তের হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের তিন সদস্য।আজ সোমবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আব্দুল মোতালেব র‍্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। র‌্যাব কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, র‍্যাব-৭ এর একটি দল সলিমপুর জঙ্গল এলাকায় অভিযানে গেলে স্থানীয় সন্ত্রাসীরা হাম...

NP
Published: January 20, 2026, 08:04 AM
চট্টগ্রামে অভিযানে গিয়ে দুর্বৃত্তের হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত, আহত ৩

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলায় র‍্যাবের এক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‍্যাবের তিন সদস্য।

আজ সোমবার বিকেলে উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত আব্দুল মোতালেব র‍্যাব–৭ এর উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। 

র‌্যাব কর্মকর্তা মোজাফফর হোসেন বলেন, র‍্যাব-৭ এর একটি দল সলিমপুর জঙ্গল এলাকায় অভিযানে গেলে স্থানীয় সন্ত্রাসীরা হামলা চালায়। এতে র‌্যাবের চার সদস্য গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. সিরাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন, আমরা জানতে পেরেছি, র‌্যাবের একটি দল সলিমপুরে স্থানীয় বিএনপি কার্যালয় এলাকায় গিয়েছিল। সেখানে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়।  

তিনি আরও বলেন, আহত র‌্যাবের চার সদস্যের মধ্যে একজন মারা গেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি, তদন্ত চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একদল যুবক দুটি মাইক্রোবাসে হামলা করছে। হামলার পর গাড়িগুলো দ্রুত স্থান ত্যাগের চেষ্টা করে।