Tuesday, Jan 20, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

কালাচাঁদপুরের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ জানায়, সাদিয়া রহমান মীম (২৭) নামের ওই তরুণী একটি পার্লারে কাজ করতেন।গতরাত ১২টার দিকে পশ্চিম কালাচাঁদপুরের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ হাসান জানান, ওই তরুণীর বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। বর্তমানে পশ্চিম কালাচাঁদপুরের একটি বাসায় থাকতেন।তিনি আরও...

NP
Published: January 20, 2026, 08:04 AM
কালাচাঁদপুরের বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসা থেকে এক তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সাদিয়া রহমান মীম (২৭) নামের ওই তরুণী একটি পার্লারে কাজ করতেন।

গতরাত ১২টার দিকে পশ্চিম কালাচাঁদপুরের একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মারুফ হাসান জানান, ওই তরুণীর বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায়। বর্তমানে পশ্চিম কালাচাঁদপুরের একটি বাসায় থাকতেন।

তিনি আরও জানান, আট মাস আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় মীমের। কালাচাঁদপুরের ওই বাসায় তার সঙ্গে নুসরাত নামে আরও এক তরুণী থাকতেন। তবে ঘটনার সময় তিনি দেশের বাড়ি শরিয়তপুরে ছিলেন বলে দাবি করেছেন।

এসআই আরও জানান, গত শুক্রবার মীমের সঙ্গে তার বোন সাদিয়া আক্তারের শেষ কথা হয়। এরপর থেকে মীমের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। গতকাল বিকেলে সাদিয়া কালাচাঁদপুরের বাসায় এসে বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। এরপর তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মীমের গলাকাটা মরদেহ পরে থাকতে দেখেন। পরে থানা পুলিশে খবর দেন।

মীমের শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।