Tuesday, Jan 20, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২

সিলেটের ওসমানীনগর উপজেলায় তিনটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, এনা পরিবহনের দ্রুতগামী একটি বাস দয়ামীর মাদ্রাসার সামনে শ্যামলী পরিবহনের একটি বাসকে সামনে থেকে ধাক্কা দেয় এবং এনা পরিবহনের পেছনে থাকা আরেকটি বাসের সঙ্গেও সংঘর্ষ হয়। এতে এনা ও শ্যামলী পরিবহনের বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের বাসচালক ও তার সহকারী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।ওসমানীনগর থান...

NP
Published: January 20, 2026, 08:04 AM
সিলেটে ৩ বাসের সংঘর্ষে নিহত ২

সিলেটের ওসমানীনগর উপজেলায় তিনটি বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে উপজেলার দয়ামীর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এনা পরিবহনের দ্রুতগামী একটি বাস দয়ামীর মাদ্রাসার সামনে শ্যামলী পরিবহনের একটি বাসকে সামনে থেকে ধাক্কা দেয় এবং এনা পরিবহনের পেছনে থাকা আরেকটি বাসের সঙ্গেও সংঘর্ষ হয়। এতে এনা ও শ্যামলী পরিবহনের বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শ্যামলী পরিবহনের বাসচালক ও তার সহকারী নিহত হন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল হাসান ভূঁইয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও তাজপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।