ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বড় ভাই।
গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য এই নিয়োগ কার্যকর থাকবে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই নিয়োগের শর্ত হিসেবে ওমর বিন হাদিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সব ধরনের পেশাগত সম্পর্ক ছিন্ন করতে হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তি অনুযায়ী নির্ধারিত হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে শুক্রবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, শরিফ ওসমান হাদির বড় ভাইকে চুক্তিভিত্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর শরিফ ওসমান বিন হাদি ইনকিলাব মঞ্চ গঠন করে এর মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণাও দিয়েছিলেন।
এরপর গত বছরের ১২ ডিসেম্বর দুপুর আড়াইটার দিকে পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান বিন হাদি। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।