জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি ছেড়ে অর্ধশত নেতাকর্মী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদে যোগ দিয়েছেন। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার প্রতিবাদ হিসেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
বুধবার রাতে পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্র অধিকার পরিষদে যোগদান করেন। যোগদানকারী দলের নেতৃত্ব দেন পটুয়াখালী জেলা জাতীয় ছাত্রশক্তির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সজিবুল ইসলাম সালমান।
সজিবুল ইসলাম বলেন, 'জুলাই আন্দোলনে আমি পটুয়াখালীতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। ৫ আগস্ট-পরবর্তী সময়েও মাঠে ছিলাম। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এনসিপি গঠন করলে আমি জেলা ছাত্রশক্তির দায়িত্ব নিই। কিন্তু সম্প্রতি এনসিপি জামায়াতসহ অন্য দলের সঙ্গে জোট করায় জেলা পর্যায়ে কার্যক্রম পিছিয়ে পড়ছে। তাই আমি আমার কর্মীদের নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছি।'
অনুষ্ঠানে কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম ও পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদসহ অন্য নেতারা সজিবুল ইসলাম ও তার অনুসারীদের ফুল দিয়ে বরণ করে নেন।