আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন।
এই দুই আসনের মনোনয়নপত্র দাখিল, প্রার্থিতা প্রত্যাহার, আপিল ও প্রতীক বরাদ্দের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গতকাল বৃহস্পতিবার রাতে ইসি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
পাবনার এই দুই আসনের নির্বাচন স্থগিত রাখতে ইসির গত ৬ জানুয়ারির সিদ্ধান্ত গতকাল বৃহস্পতিবার স্থগিত করেন আপিল বিভাগ।
পাবনা-১ ও ২ আসনের ভোট নিয়ে ইসির প্রজ্ঞাপনে বলা হয়, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি।
মনোনয়নপত্র বাছাই হবে ১৯ জানুয়ারি।
মনোনয়নপত্র বাছাই শেষে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে হবে ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে।
এই দুই আসনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি। প্রতীক বরাদ্দের তারিখ ২৭ জানুয়ারি।
পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন হবে সংসদীয় আসনের পুনঃনির্ধারিত সীমানা নিয়ে গত ৪ সেপ্টেম্বর ইসি প্রকাশিত গেজেট অনুযায়ী।