শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার সারা দেশে জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, দেশের প্রতিটি জেলা, উপজেলা, বিভাগীয় শহর থেকে শুরু করে ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ওসমান হাদি হত্যার বিচারে আপনারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করুন।
হাদি হত্যা মামলায় গত ৬ জানুয়ারি প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আল জাবের বলেন, হাদি হত্যা মামলার অভিযোগপত্রের কোনো মাথা-মুণ্ডু নেই। জনগণ যেসব তথ্য জানে, শুধু সেগুলোই অভিযোগপত্রে রাখা হয়েছে।
তিনি বলেন, যেসব তথ্য জনগণ জানে না, সেগুলো এতে অন্তর্ভুক্ত করা হয়নি।
জাবের আরও বলেন, ডিবি জানিয়ে—হত্যাকাণ্ড পরিচালনার জন্য পাঁচটি দল প্রস্তুত ছিল। তাহলে বাকি চারটি দলের অন্য সদস্যদের নাম অভিযোগপত্রে কোথায়?
তিনি বলেন, তদন্তে সরকারের অসহযোগিতামূলক আচরণ দেখলে প্রশ্ন থেকেই যায়, সরকারের ভেতরে কেউ কি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত?
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, সরকার যদি দ্রুত বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা জাতীয় সংসদ ঘেরাও করব। যেন হাদির হত্যা মামলার বিচার সাগর–রুনি মামলার মতো তারিখের পর তারিখে ঝুলে না থাকে। যদি তা হয়, তাহলে পরিষ্কার করে বলছি—এখন বিক্ষোভ মিছিল, পরের দিন অবরোধ, তার পরদিন যমুনা ঘেরাও, এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়, আর তারপর সংসদ ভবন ঘেরাও হতে পারে।