Friday, Jan 16, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ আসনে নির্বাচন করবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ '১১ দলীয় নির্বাচনী ঐক‍্য'।এই ২৫৩ আসনের মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে, খেলাফত মজলিস ১০ আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাত আসনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তিন আসনে এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি দুটি করে আসনে নির্বাচন করবে। আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ই...

NP
Published: January 16, 2026, 05:07 PM
জামায়াত ১৭৯ ও এনসিপি ৩০ আসনে নির্বাচন করবে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীসহ '১১ দলীয় নির্বাচনী ঐক‍্য'।

এই ২৫৩ আসনের মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯ আসনে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে, মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে, খেলাফত মজলিস ১০ আসনে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সাত আসনে, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) তিন আসনে এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও বাংলাদেশ ডেভলপমেন্ট পার্টি দুটি করে আসনে নির্বাচন করবে। 

আজ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ১১ দলের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ সংবাদ সম্মেলনটি বর্জন করেছে।

এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (জাগপা) কতটি আসন দেওয়া হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।

তবে সংবাদ সম্মেলনে ৪৭ আসন বণ্টনের বিষয়ে কোনো ঘোষণা আসেনি।

এদিকে আজ রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, আগামীকাল শুক্রবার দুপুর ৩টায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচনী জোট নিয়ে ব্রিফ করা হবে।