Friday, Jan 16, 2026 28°C

Concise and comprehensive global coverage.

General

পটুয়াখালী-১ আসনে বিএনপির ৪ কমিটি স্থগিত

পটুয়াখালী-১ সংসদীয় আসনের আওতাভুক্ত বিএনপির চারটি সাংগঠনিক কমিটি স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি পৌরসভা ও তিনটি উপজেলা কমিটি।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের হাইকমান্ডের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী সদর উপজেলা, দুমকি উপজেলা এবং মির্জাগঞ্জ উপজেলার বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত থাকবে।এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

NP
Published: January 16, 2026, 05:07 PM
পটুয়াখালী-১ আসনে বিএনপির ৪ কমিটি স্থগিত

পটুয়াখালী-১ সংসদীয় আসনের আওতাভুক্ত বিএনপির চারটি সাংগঠনিক কমিটি স্থগিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে একটি পৌরসভা ও তিনটি উপজেলা কমিটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের হাইকমান্ডের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী সদর উপজেলা, দুমকি উপজেলা এবং মির্জাগঞ্জ উপজেলার বিএনপির বিদ্যমান কমিটি স্থগিত থাকবে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা বিএনপির নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।